শাহরুখ খান

 গত ৩০ বছরে YASH RAJ FILMS শাহরুখ খান ছাড়া ৬ টা ব্লকবাস্টার দেখেছে। যার বেশিরভাগই ছিলো ফ্রাঞ্চাইজি ফিল্ম। তা সিনেমার লিস্ট দেখলেই বুঝবেন 

1. Dhoom 2 (2006)

2. Ek Tha Tiger (2012)

3. Dhoom 3 (2013)

4. Sultan (2016) 

5. Tiger Zinda Hai (2017)

6. War (2019)






অন্যদিকে বাকি সবার সাথে যা ব্লকবাস্টার পেয়েছে তার সমান ব্লকবাস্টার এক শাহরুখের সাথে পেয়েছে যার সব গুলোই প্রায় ফ্রেশ এটেম্পট কোনো ফ্রাঞ্চাইজি সিনেমা না। তালিকা - 


1. Darr (1993)

2. Dilwale Dulhaniya Le Jayenge (1995)

3. Dil To Paagal Hai (1997)

4. Mohabbatein (2000)

5. Rab Ne Bana Di Jodi (2008)

6. Pathaan (2023)


যতটা YRF বাকিদের থেকে পেয়েছে তার থেকে বেশি শাহরুখের থেকে পেয়েছে। ১৯৭৩ সাল থেকে তাদের প্রোডাকশন হাউজ থেকে শাহরুখ আসার আগে ২ টি ব্লকবাস্টার পেয়েছিলো। অন্যদিকে শাহরুখের সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রথম চারটি সিনেমাই ছিলো ইন্ডাস্ট্রি ডিফাইনিং ব্লকবাস্টার। 


যখনই তাদের ব্যানার হিস্টোরিকালি নানান ফেজে লসের দিকে ছিলো ;  ত্রাতা হয়ে শাহরুখের সিনেমাই তাদের মানি স্পিন করেছে। তাদের যে বড় স্টুডিওটাও DDLJ এর প্রফিটের টাকায় করা। নিউ YRF এর যে রেভুলেশন আদি দায়িত্ব নিয়ে স্থাপন করেছিলো তার ভিত শাহরুখের স্টার পাওয়ারের মাসলের উপরেই দাঁড়িয়ে।

*

Post a Comment (0)
Previous Post Next Post

Random Products

Recent Reviews